অবশেষে সুবিচার পেল নির্ভয়া,ধর্ষকদের ফাঁসিতে খুশি বলি তারকারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট
নজরবন্দি ব্যুরোঃ আজ সেই ঐতিহাসিক দিন। অবশেষে ৭ বছর ৩ মাস ৪ দিন পর সুবিচার পেল নির্ভায়া। এত বছর পর সুবিচার পেল দিল্লির সেই ধর্ষিতা। আজ ভোর রাতেই নির্ভর চার ধর্ষকদের মৃত্যুদণ্ড দিল তিহার জেল।এত বছর পর এই বিচারে দেশবাসী খুবই খুশি।বলি তারকারা সোশ্যাল মিডিয়ায় দিলেন তাদের প্রতিক্রিয়া অভিনেতা ঋষি কাপুর থেকে শুরু করে সুস্মিতা সেন, প্রীতি জিন্টা, তাপসী পান্নু সবাই সোশ্যাল মিডিয়ায় টুইট করেন। অভিনেতা ঋষি কাপুর লেখেন, 'যেমন কর্ম তার তেমনই ফল, এই মৃত্যুদণ্ডের ফলে গোটা দেশ বাধ্য নারীজাতিকে সম্মান করতে।যারা এই ফাঁসিতে বাধা দিয়েছেন তাদেরকে ধিক্কার।
'অভিনেত্রী সুস্মিতা সেন লেখেন, অবশেষে সেই দিনটি এলো, দুগ্গা দুগ্গা।অভিনেত্রী তাপসী পান্নু লেখেন, 'অবশেষে সেই দিনটা এলো নির্ভায়ার বাবা মা আজ শান্তিতে ঘুমাতে পারবে।'অভিনেত্রী প্রীতি জিন্টা লেখেন, অবশেষে মামলা শেষ হলো আগে হল,আরো আগে হলে ভালো হতো, কিন্তু শেষে পর্যন্ত সত্যের জয় হল এতেই আমি খুশি শান্তি পেলে নির্ভার মা-বাবা। 'অভিনেতা রিতেশ দেশমুখ লেখেন, নির্ভয়ার বাবা-মা বন্ধুবান্ধব সকলের জন্য আমার রইলো ভালোবাসা। অবশেষে বিচার পেল নির্ভায়া।
'অভিনেত্রী সুস্মিতা সেন লেখেন, অবশেষে সেই দিনটি এলো, দুগ্গা দুগ্গা।অভিনেত্রী তাপসী পান্নু লেখেন, 'অবশেষে সেই দিনটা এলো নির্ভায়ার বাবা মা আজ শান্তিতে ঘুমাতে পারবে।'অভিনেত্রী প্রীতি জিন্টা লেখেন, অবশেষে মামলা শেষ হলো আগে হল,আরো আগে হলে ভালো হতো, কিন্তু শেষে পর্যন্ত সত্যের জয় হল এতেই আমি খুশি শান্তি পেলে নির্ভার মা-বাবা। 'অভিনেতা রিতেশ দেশমুখ লেখেন, নির্ভয়ার বাবা-মা বন্ধুবান্ধব সকলের জন্য আমার রইলো ভালোবাসা। অবশেষে বিচার পেল নির্ভায়া।

No comments