করোনায় আক্রান্ত হয়ে ভারতে মৃত্যু আরও ১, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫
নজরবন্দি ব্যুরোঃ যত দিন বাড়ছে করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা হুহু করে বাড়ছে। ভারতের বেড়েছে আক্রান্তের সংখ্যা। তবে সবচেয়ে বড় খবর হল ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও এক জনের। এই নিয়ে আমাদের দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫। গতকালই পাঞ্জাবে এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এরপর ফের আরও একজনের মৃত্যুর খবর এল। সম্প্রতি ইতালি থেকে ভারতে এসেছিলেন বেশ কয়েকজন পর্যটক। তাঁদের মধ্যে অনেকের দেহে করোনার জীবানু মেলে। এই দলের কয়েক জন রাজস্থান গিয়েছিল।
সেখানেই তাঁদের দেহে ভাইরাসের জীবাণু মেলে। ফলত সেখানকার একটি হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা শুরু হয়। ৬৯ বছরের ওই ইতালির পর্যটকের অবস্থা কিছুটা হলেও স্থিতিশীল থাকলেও এদিন তাঁর মৃত্যু হয়েছে। এই খবরে উদ্বেগ আর উৎকন্ঠা আরও কয়েকগুন বাড়িয়েছে। পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। এখনও পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত ১৯৬ জন। আর সমগ্র বিশ্বে সেই সংখ্যা গিয়ে ঠেকেছে ২লাখ ৪৫ হাজারেরও বেশি। আমাদের দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ায় আতঙ্ক আরও বাড়ছে।
সেখানেই তাঁদের দেহে ভাইরাসের জীবাণু মেলে। ফলত সেখানকার একটি হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা শুরু হয়। ৬৯ বছরের ওই ইতালির পর্যটকের অবস্থা কিছুটা হলেও স্থিতিশীল থাকলেও এদিন তাঁর মৃত্যু হয়েছে। এই খবরে উদ্বেগ আর উৎকন্ঠা আরও কয়েকগুন বাড়িয়েছে। পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। এখনও পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত ১৯৬ জন। আর সমগ্র বিশ্বে সেই সংখ্যা গিয়ে ঠেকেছে ২লাখ ৪৫ হাজারেরও বেশি। আমাদের দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ায় আতঙ্ক আরও বাড়ছে।

No comments