'আরএসএস এর সদস্য ছিলাম তবে সেভাবে কিছু পাইনি',আত্মজীবনীতে বললেন মিলিন্দ সোমান
নজরবন্দি ব্যুরো : অভিনেতা-সুপার মডেল মিলিন্দ সোনাম এর আত্মজীবনী প্রকাশ পেয়েছে। সম্প্রতি তাঁর নিজের বই মেড ইন ইন্ডিয়া-র প্রকাশ অনুষ্ঠানে তিনি জানালেন তাঁর জীবনে রাজনৈতিক মতাদর্শের কথা।
মিলিন্দ এই বইতে জানিয়েছেন,তিনি এক সময়ে আরএসএস এর সদস্য ছিলেন। এমনকি মিলিন্দ এর বাবা ও যুক্ত ছিলেন আরএসএস এর সাথে। মিলিন্দ এক সময়ে মুম্বইয়ের শিবাজি পার্কের একটি শাখায় যেতেন। মিলিন্দ বলেন তাঁর বাবার ধারণা ছিল আরএসএস মাধ্যমে তরুণদের মধ্যে শারীরিক সুস্থতা,ভাল চিন্তা ইত্যাদি সঞ্চারিত হয়। মিলিন্দ তাঁর বাবা সম্পর্কে বলেন তাঁর বাবা আরএসএস এর সদস্য হওয়ায় গর্বিত হিন্দু বলে নিজেকে মনে করতেন। তবে মিলিন্দের মতে তিনি আরএসএস এর জন্য গর্ব বোধ করেননি। আবার আরএসএস নিয়ে তাঁর কোন অভিযোগ ও নেই। মিলিন্দের আরএসএস এ যুক্ত থাকা নিয়ে সোশ্যাল মিডিয়াতে উঠেছে জোর শোরগোল।
মিলিন্দ এই বইতে জানিয়েছেন,তিনি এক সময়ে আরএসএস এর সদস্য ছিলেন। এমনকি মিলিন্দ এর বাবা ও যুক্ত ছিলেন আরএসএস এর সাথে। মিলিন্দ এক সময়ে মুম্বইয়ের শিবাজি পার্কের একটি শাখায় যেতেন। মিলিন্দ বলেন তাঁর বাবার ধারণা ছিল আরএসএস মাধ্যমে তরুণদের মধ্যে শারীরিক সুস্থতা,ভাল চিন্তা ইত্যাদি সঞ্চারিত হয়। মিলিন্দ তাঁর বাবা সম্পর্কে বলেন তাঁর বাবা আরএসএস এর সদস্য হওয়ায় গর্বিত হিন্দু বলে নিজেকে মনে করতেন। তবে মিলিন্দের মতে তিনি আরএসএস এর জন্য গর্ব বোধ করেননি। আবার আরএসএস নিয়ে তাঁর কোন অভিযোগ ও নেই। মিলিন্দের আরএসএস এ যুক্ত থাকা নিয়ে সোশ্যাল মিডিয়াতে উঠেছে জোর শোরগোল।
কোন মন্তব্য নেই