Header Ads

এবার অনেকটাই কমল রান্নার গ্যাসের দাম!

নজরবন্দি ব্যুরো: সম্প্রতি রান্নার গ্যাসের দাম বাড়ায় বিতর্ক কম হয় নি গোটা দেশে। এবার সেই বিতর্ক কিছুটা কমবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। এবার দাম কমল ভর্তুকি-হীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। রান্নার গ্যাসের নতুন এই দাম কার্যকর হচ্ছে  ১ মার্চ, রবিবার থেকেই।


জানা গিয়েছে, রবিবার থেকে ভর্তুকি-হীন ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমলো প্রায় ৫৩ টাকা। ১৯ কেজির কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম কমলো ৮৪.৫০ টাকা। রান্নার গ্যাসের নতুন দাম কার্যকর হওয়ার পর দেশের রাজধানী দিল্লিতে ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এখন ৮০৫ টাকা ৫০ পয়সা। ১২ ফেব্রুয়ারি রান্নার গ্যাসের দাম ১০৫ টাকা বেড়ে গিয়ে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম দিল্লিতে হয়েছিল ৮৫৮ টাকা ৫০ পয়সা।
দিল্লির পাশাপাশি গ্যাসের দাম বেড়েছিল সমস্ত মহানগরীতেই। ১২ ফেব্রুয়ারি থেকে ১৪.২ কেজির ভর্তুকি-হীন রান্নার গ্যাসের দাম ১৪৪ টাকা ৫০ পয়সা থেকে ১৪৯ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল।
১৯ কেজির কমার্শিয়াল সিলেন্ডারের দাম আজ থেকে দিল্লিতে ১৩৮১ টাকা ৫০ পয়সা, কলকাতায় ১,৪৫০ টাকা, মুম্বাইয়ে ১,৩৩১ টাকা আর চেন্নাইয়ে ১৫০১ টাকা ৫০ পয়সা হয়েছে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.