এবার বলিউডে করোনার থাবা! আক্রান্তে বলিউডের জনপ্রিয় গায়িকা
নজরবন্দি ব্যুরোঃ এবার করোনা থাবায় বলিউড। আক্রান্ত হলেন বলিউড সেলিব্রিটি। বলিউডের জনপ্রিয় গায়িকা কণিকা কাপুর আক্রান্ত হলেন করোনার থাবায় এই খবর তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় জানান। ১০ দিন আগে তিনি দেশে ফিরেছেন। বিমানবন্দরে তাঁর পরীক্ষা হয় কিন্তু সেই পরীক্ষার রিপোর্ট হয়েছিল নেগেটিভ।গত ৪ দিন ধরে জ্বর এসেছিল তাঁর।
এই অবস্থাতে তিনি সঙ্গে সঙ্গেই করোনার পরীক্ষা করান।এরপরই জানা যায় তিনি করোনায় আক্রান্ত। বর্তমানে তিনি বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন পরিবারের সদস্যরাও রয়েছে।করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই গায়িকা সবার সাথেই দূরত্ব বজায় রেখেছেন। অন্যদিকে বলিউডের প্রায় সব সেলেবরাই ঘরবন্দি।


No comments