Header Ads

আস্থা ভোটের আগেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন কমলনাথ! #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ আস্থা ভোটের আগেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন কমলনাথ! মধ্যপ্রদেশের তরুণ তুর্কী জ্যতিরাদিত্য সিন্ধ্রিয়ার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই মধ্যপ্রদেশের কমলনাথ সরকার পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। আর সুপ্রিম কোর্ট মার্চের ২০ তারিখে আস্থা ভোট করার নির্দেশ দেয়। এই আস্থা ভোটের পরই বোঝা যেত কমল নাথ ও গেরুয়ার লড়াইতে কারা ছিনিয়ে নেয় বিধানসভা। কিন্তু সেই আস্থা ভোটের আগেই নিজের হার স্বীকার করে নিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন কমলনাথ। প্রসঙ্গত জ্যোতিরাদিত্য কংগ্রেস ছাড়ার পরই ২২ জন বিধায়কও দল ছাড়ে। এরপরই দলের অবস্থা নড়বড়ে হতে শুরু করে। এরপর কংগ্রেস সরকার ভেঙে দিতে উঠে পড়ে লাগে বিজেপি। এমতাবস্থায় আস্থা ভোটের আর্জি নিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় গেরুয়া শিবির। সুপ্রিম কোর্টও মার্চের ২০ তারিখের মধ্যে আস্থা ভোট করানোর নির্দেশ দেয়। ২০৬টি বিধানসভা রয়েছে এই রাজ্যে। যে দল বিধানসভার দখল নেবে তাদের অন্তত ১০৬ জন বিধায়ক প্রয়োজন। তার মধ্যে কংগ্রেসের কাছে এখন ৯২ বিধায়ক এবং বিজেপির কাছে রয়েছে ১০৫ বিধায়ক। এই আবহে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আজ বিকেল ৫টার মধ্যে আস্থাভোট সম্পন্ন হবে মধ্যপ্রদেশে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.