Header Ads

চিনের জন্যই বিরাট মূল্য চোকাতে হচ্ছে গোটা পৃথিবীকে: ডোনাল্ড ট্রাম্প

নজরবন্দি ব্যুরো: করোনার প্রভাব ক্রমশ বাড়ছে গোটা পৃথিবীতে। এই ভাইরাসের প্রভাব থেকে গোটা পৃথিবীকে বাঁচান এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই রকম সময়ে চিনকে আক্রমণ করলেন ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, চিন তথ্য গোপন করায় বিরাট মূল্য চোকাতে হচ্ছে গোটা পৃথিবীকে।

তাঁর কথায়,'আগে আমরা এই বিষয়ে জানতে পারলে খুব ভাল হত। চিনের যে এলাকা থেকে এটার সূত্রপাত হয়েছিল সেখানেই এটা চেপে রাখা হয়ে ছিল। আজকে এই মারণ ভাইরাসের জন্য বিশ্বব্যাপী যে মহামারির সৃষ্টি হয়েছে।
তার চিনের তথ্য গোপন করার জন্যই। ওদের এই কাজের জন্যই বিরাট মূল্য চোকাতে হচ্ছে গোটা পৃথিবীকে। আর এই বিষয়টি এখন সবার কাছেই স্পষ্ট। আমাদের সবারই মনে হচ্ছে এই ঘটনার পিছনে ওদেরই কারসাজি রয়েছে। আর আমি আশাকরি এটাই সত্যি। এই মারণ ভাইরাসের সম্পর্কে মানুষ যদি আগে থেকেই জানত তাহলে শুরুতেই আটকানো যেত। আর চিন থেকে বাইরে বের হতে পারত না। কিন্তু, তা হয়নি বলেই আজ গোটা বিশ্বে এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এটা দুর্ভাগ্যজনক।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.