Header Ads

কোয়ারান্টাইন সেন্টার; করোনা মোকাবিলায় রাজ্য সরকার কে ইডেন দেওয়ার প্রস্তাব মহারাজের! #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট তথা বর্তমান বিসিসিআই এর সভাপতি ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি অভূতপূর্ব বার্তা দিলেন পশ্চিমবঙ্গ সরকার কে। এদিন তিনি সংবাদ সংস্থা পিটিআই কে জানান কোভিড ১৯ ভাইরাস অর্থাৎ করোনা ভাইরাস কে প্রতিহত করতে রাজ্য সরকার কে সাহায্য করতে চান তিনি। আর সেই কারনেই ইডেন গার্ডেন কে দিতে চান কোয়ারেন্টাইন সেন্টার করার জন্যে। তিনি আরও জানান, ইডেন গার্ডেনের সম্পূর্ণ ইন্ডোর ফেসিলিটি সহ খেলোয়াড় দের ডরমেটরি সবই ব্যাবহার করতে পারবে সরকার। রাজ্যসরকার চাইলেই তিনি এই ব্যাবস্থা করতে প্রস্তুত। তাকে প্রশ্ন করা হয় এই ভাইরাসের আক্রমণ প্রতিহত করতে বিসিসিআই কোন আর্থিক সাহায্য করবে কিনা? উত্তরে মহারাজ বলেন তিনি বিসিসিআই সচিব জয় শাহের সাথে কথা বলবেন বিষয়টি নিয়ে। উল্লেখ্য, এদিন নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ''কমপ্লিট সেফটি রেগুলেশন বিধিতে ৩১ মার্চ পর্যন্ত গোটা রাজ্যকে লকডাউন করা হল। কয়েকটি জেলা ও পুরসভাগুলিতে আগে ছিল। আজ সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলা। শহর থেকে গ্রামে বলবত্ থাকবে। সকলে যাতে ভালো থাকে, তাই এই সিদ্ধান্ত। একটু কষ্ট করতে হবে। ভয় পাবেন না। দুর্যোগে যাতে ভালো থাকা যায়, তাই এটা মানতে হবে।'' পাশাপাশি এদিন তিনি পুলিশ কে নির্দেশ দিয়েছেন শহরের ম্যারেজ হল, কমিউনিটি হল ইত্যাদি গুলোকে টেক ওভার করতে। তিন এগুলোকে কোয়ারেন্টাইন সেন্টারে পরিবর্তন করবেন এই আপদকালীন পরিস্থিতিতে। এই অবস্থায় বাংলার মহারাজের বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.