বিদেশ থেকে ফিরে ডাক্তারি নির্দেশ অমান্য করে রাস্থায় ঘুরছে যুবতী, তাঁর পরিবার! #Exclusive
কুশল দাসগুপ্ত,শিলিগুড়িঃ অর্থবান লোককে কি ছুঁতে পারবে না করোনা ভাইরাস? ব্যাপারটা যেন সেই দিকেই ইঙ্গিত করছে। রাজ্যে এবার দ্বিতীয় শিক্ষিত নির্বোধের খোঁজ পাওয়া গেল। গত কয়েকদিন নবান্নের আমলা অরুনিমা দের ছেলের বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে সর্বত্র। টিভি, খবরের কাগজ, পোর্টাল, টেলিফোন কোন জায়গা বাদ নেই যেখানে করোনা সম্পর্কিত প্রচার চলছে না দিবারাত্রি। কিন্তু কে শুনবে কার কথা?
স্পেন থেকে রাজ্যে ফিরে কোয়ারান্টইনে যেতে নারাজ এক যুবতী।ঘটনাটি ঘটেছে আমাদের রাজ্যের শিলিগুড়িতে। কোনভাবেই যুবতীকে বোঝানো যাচ্ছে না বিদেশ থেকে ফিরে কেন তাঁর বাইরে ঘোরাফেরা করা উচিত নয়! তিনি নাছোড়, পরিষ্কার ডাক্তার এবং প্রশাসন কে জানিয়ে দিয়েছেন তাঁর পক্ষে ঘরে বসে থাকা সম্বব নয়!
শুক্রবার এই পরিস্থিতিতে তাঁর বাড়িতে পৌঁছায় পুরনিগমের স্বাস্থ্য দপ্তরের স্পেশাল টিম। ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ি পুরসভার ওয়ার্ড কাউন্সিলার শঙ্কর ঘোষ।
স্পেন থেকে ফেরার পর পুনেতেই তাঁকে হোম কোয়ারান্টিনের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ অমান্য করেই তিনি রাস্তায় ঘোরাফেরা করেন বলে অভিযোগ। এদিন স্বাস্থ্য দপ্তরের স্পেশাল টিম তাঁদের জিজ্ঞাসাবাদ করলে কোনওরকমভাবে আইসোলেশনে যাবেন না বলে জানায় তাঁর পরিবার। বিষয়টি পদস্থ আধিকারিকদের জানাবেন বলে জানিয়েছেন কর্ব্যরত কর্মীরা।
নজরবন্দির পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবী করা হচ্ছে এই ধরনের শিক্ষিত নির্বোধদের গ্রেফতার করা হোক।
স্পেন থেকে রাজ্যে ফিরে কোয়ারান্টইনে যেতে নারাজ এক যুবতী।ঘটনাটি ঘটেছে আমাদের রাজ্যের শিলিগুড়িতে। কোনভাবেই যুবতীকে বোঝানো যাচ্ছে না বিদেশ থেকে ফিরে কেন তাঁর বাইরে ঘোরাফেরা করা উচিত নয়! তিনি নাছোড়, পরিষ্কার ডাক্তার এবং প্রশাসন কে জানিয়ে দিয়েছেন তাঁর পক্ষে ঘরে বসে থাকা সম্বব নয়!
শুক্রবার এই পরিস্থিতিতে তাঁর বাড়িতে পৌঁছায় পুরনিগমের স্বাস্থ্য দপ্তরের স্পেশাল টিম। ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ি পুরসভার ওয়ার্ড কাউন্সিলার শঙ্কর ঘোষ।
নজরবন্দির পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবী করা হচ্ছে এই ধরনের শিক্ষিত নির্বোধদের গ্রেফতার করা হোক।

No comments