Header Ads

টিকটকে করোনা চ্যালে়ঞ্জ নিয়ে এবার করোনায় আক্রান্ত হয়ে মাশুল গুনছেন টিকটক স্টার! দেখুন ভিডিও

নজরবন্দি ব্যুরোঃ টিকটকে ‘করোনাভাইরাস চ্যালে়ঞ্জ’ নিয়ে চেটেছিলেন কমোড। আর এবার সেই ব্যাক্তি আক্রান্ত হলেন করোনায়। ঘটনাটি ঘটে আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। সেখানে এক যুবক জিনি নাকি টিকটক স্টার নাম লার্জ। করোনা আতঙ্ককে পাত্তা নাদিয়ে অদ্ভূত এই চ্যালেঞ্জ শুরু করেছিলেন মিয়ামির এক মডেল। জার জন্য সোশ্যাল মিডিয়াতে তিনি ট্রোল ও হয়েছিলেন।
সেই ব্যক্তির পথেই লার্জ নিয়েছিলেন করোনা চ্যালেঞ্জ। তিনি টয়লেটের কমোড ছা়ড়া, বাসের হাতল, হাসপাতালের বিছানাও চেটেছিলেন। এখন করোনায় আক্রান্ত হয়ে সেই কাজের মাশুল গুনছেন তিনি। দেখুন সেই ভিডিও নিচের লিঙ্কে ক্লিক করে
https://twitter.com/GabrielSlaybau1/status/1242078159110987781

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.