Header Ads

ত্রিপুরায় বিরোধী বামেরা করোনা তহবিলে ২৫ লাখ দিতে চাইলেও নীরব মুখ্যমন্ত্রী!

নজরবন্দি ব্যুরোঃ করোনাভাইরাস মোকাবিলায় সচেষ্ট গোটা দেশ পাশাপাশি সবকটি রাজ্য সরকার। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাই কাজ করছেন কাঁধে কাঁধ মিলিয়ে। কিন্তু ছন্দপতন হল ত্রিপুরায়।স্বাস্থ্য খাতে করোনা মোকাবিলার জন্যে ত্রিপুরার বিরোধী দল সিপিআইএম বিধায়করা ২৫ লক্ষ টাকা রাজ্য সরকার কে দিতে চাইলেও সাড়া দেননি মুখ্যমন্ত্রী। সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির ফেসবুক পেজে দলের মুখ্য সচেতক তপন চক্রবর্তীর স্বাক্ষরিত একটি চিঠি প্রকাশ করা হয়েছে। যে চিঠিতে বিরোধী ১৬ জন বাম বিধায়ক মিলে মোট ২৫ লক্ষ টাকার তহবিল দিতে চান রাজ্য সরকারকে  বলে জানানো হয়েছে। চিঠিতে পরিষ্কার করে লেখা রয়েছে বিরোধী দলনেতার অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নির্দেশে গত ২৪ মার্চ তপনবাবু দেখা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে। এবং জানান অর্থ সাহায্যের কথা, মুখ্যমন্ত্রী সব শুনে বিষয়টি দ্রুত দেখবেন বলে জানান। ব্যাস তাঁর পর আর মুখ্যমন্ত্রীর দিক থেকে কোন অগ্রগতি নেই! সিপিআইএমের অভিযোগ, আটচল্লিশ ঘণ্টা কেটে গেলেও কিছু জানাননি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। চিঠিতে অনুরোধ করা হয়েছে বাম বিধায়কদের এলাকা উন্নয়ন তহবিল থেকে এই ২৫ লক্ষ টাকা দ্রুত সরকার গ্রহণ করুক। এই চিঠি প্রকাশ পাওয়ার পর ত্রিপুরা জুড়ে ঝড় বইছে মুখ্যমন্ত্রীর সমালোচনার।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.