Header Ads

কোন দেশ তৈরি করল বড় কথা নয়; চাই করোনার প্রতিষেধক। বিরাট উদ্যোগ কানাডার।

নজরবন্দি ব্যুরোঃ সমগ্র বিশ্ব করোনার দাপটে ত্রস্ত, বিশ্বের সব দেশ করোনা ভাইরাস কে প্রতিহত করার ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টায় এক করছে দিনরাত। সরাসরি করোনা ভাইরাস কে ধ্বংস করার ওষুধ বের করতে না পারলেও কিউবা, চীন এবং জাপান নিজেদের আবিষ্কৃত ওষুধ দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। পিছিয়ে নেই ভারতও।
এই অবস্থায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বার্তা দিলেন সমগ্র পৃথিবীকে। তিনি জানালেন, কোন দেশ আবিষ্কার করল বড় ব্যাপার নয় এখন পৃথিবিকে বাঁচাতে চাই প্রতিষেধক। তাই তাঁর সরকার কোভিড-১৯ এর দীর্ঘমেয়াদী সমাধানে বিনিয়োগ করেছে ১৯.২ কোটি ডলার।কনাডার সরকার ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাবকেলেরা কোম্পানির সঙ্গে গাঁটছড়া বেঁধে কোভিড-১৯ প্রতিরোধ ও চিকিৎসার জন্য প্রতিষেধক তৈরি করবে যত দ্রুত সম্ভব। ট্রুডো জানিয়েছেন এর জন্যে যদি আরও অর্থ লাগে তা দেবে কানাডা সরকার।
অন্যদিকে কানাডায় এখন পর্যন্ত আক্রান্ত ২০৯১ জন এবং মারা গেছেন ২৪ জন। জাস্টিনের স্ত্রীও করোনা ভাইরাসের আক্রমন এড়াতে পারেননি, তিনিও আক্রান্ত।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.