ইঙ্গিত ভয়ঙ্কর; ঝড়ের গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা, এখন ৩৯৬! #BigBreaking
গতকাল থেকে আজ সন্ধ্যা পর্যন্ত সংখ্যা টা ৪ থাকলেও সন্ধ্যে বেলা আরও তিন জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। কলকাতার তৃতীয় আক্রান্ত বালিগঙ্গের বাসিন্দার বাবা মা এবং বাড়ির পরিচালিকার দেহে ধরা পড়েছে করোনার সংক্রমন। উল্লেখ্য, যুবক ১৩ই মার্চ লন্ডন থেকে দিল্লি হয়ে কলকাতা আসেন। ১৬ তারিখ থেকে শুরু হয় সর্দি কাশি। ১৭ তারিখে ভর্তি করা হয় বেলে ঘাটা আইডি তে। তাঁর ভাই, দাদু, ঠাকুমাকেও কোয়ারান্টাইনে রাখা হয়েছে। এখন দেখার তাঁদের শরীরেও করোনা ভাইরাস বাসা বেধেছে কিনা।

No comments