Header Ads

ইঙ্গিত ভয়ঙ্কর; ঝড়ের গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা, এখন ৩৯৬! #BigBreaking

নজরবন্দি ব্যুরোঃ দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮, আর এই মুহুর্তে আক্রান্ত বেড়ে ৩৯৬।  আক্রান্তের সংখ্যা পাল্লাদিয়ে বেড়েছে রাজ্যেও, এখন পর্যন্ত কলকাতায় আক্রান্তের সংখ্যা ৭ জন।
গতকাল থেকে আজ সন্ধ্যা পর্যন্ত সংখ্যা টা ৪ থাকলেও সন্ধ্যে বেলা আরও তিন জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। কলকাতার তৃতীয় আক্রান্ত বালিগঙ্গের বাসিন্দার বাবা মা এবং বাড়ির পরিচালিকার দেহে ধরা পড়েছে করোনার সংক্রমন। উল্লেখ্য, যুবক ১৩ই মার্চ লন্ডন থেকে দিল্লি হয়ে কলকাতা আসেন। ১৬ তারিখ থেকে শুরু হয় সর্দি কাশি। ১৭ তারিখে ভর্তি করা হয় বেলে ঘাটা আইডি তে। তাঁর ভাই, দাদু, ঠাকুমাকেও কোয়ারান্টাইনে রাখা হয়েছে। এখন দেখার তাঁদের শরীরেও করোনা ভাইরাস বাসা বেধেছে কিনা।  
১৭ই মার্চ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছিল, দেশে প্রতি ৮৪ হাজার নাগরিক পিছু একটি করে আইসোলেশন বেড রয়েছে এবং প্রতি ৩৬ হাজার নাগরিক পিছু রয়েছে একটি করে কোয়ারান্টাইন বেড। পাশাপাশি, প্রতি ১১ হাজার ৬০০ নাগরিক পিছু রয়েছেন একজন করে চিকিৎসক। ও প্রতি ১৮২৬ জন দেশবাসীর জন্য রয়েছে একটি করে সাধারণ বেড। এখন প্রশ্ন উঠছে সংক্রমন যদি ছড়ায় তাহলে এত অপ্রতুল ব্যাবস্থায় ১৩০ কোটি নাগরিক কিভাবে রক্ষা পাবে এই মহামারী থেকে!

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.