Header Ads

করোনার থাবা এবার বাঙালির ঐতিহ্যে! বন্ধ হতে চলেছে ময়দানের বার পুজো

নজরবন্দি ব্যুরোঃ করোনা থাবা বসিয়েছে গোটা বিশ্বজুড়ে। ভারতবর্ষও রেহায় পায়নি এই ভাইরাসের থাবা থেকে। আর এবার তার জেরেই বন্ধ হতে চলেছে বাঙালির ঐতিহ্যে। ফুটবল প্রিয় বাঙালির দীর্ঘদিনের ঐতিহ্য পয়লা বৈশাখের দিনে অর্থাত্‍ বছরের প্রথম দিনেই কলকাতার দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল বার পুজো করতো।মনে হচ্ছে এবার সেই ঐতিহ্যে ছেদ পরতে চলেছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৪ এপ্রিল পর্যন্ত গোটা দেশে লকডাউন ঘোষণা করেছেন। তাঁর ঘোষণা করার পরেই ময়দান জুড়ে শুরু হয়ে গিয়েছে জোর আলোচনা। তাহলে কি এবার ময়দানের বহু প্রাচীন রীতি বারপুজো হবে না?
পরিস্থিতি যদি বদলায় তাহলে ১৫ এপ্রিল লকডাউন উঠে যেতে পারে। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে বারপুজো করা যে সম্ভব হবে না, তা ধরেই নেওয়া যায়। তাই এই বিষয়টি মেনে নিতে বাধ্য হয়েছেন দুই বড় ক্লাবের কর্তারা। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের বলেছেন “মানছি, করোনা নামক ভাইরাস ডিফেন্ডারের কাছে হয়তো আটকে যাবে বারপুজো। একটা কথা মানতেই হবে, সবকিছুর উর্ধ্বে মানুষের জীবন। সুস্থ থাকলেই তো খেলাধুলো, বাণিজ্য, সবকিছু চলবে।”
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.