Header Ads

মার্ক জুকেরবার্গের সংস্থা কিনতে চায় Reliance Jio-এর মালিকানা।

নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে দেশের প্রথম শাখার টেলিকম সংস্থাগুলির মধ্যে সব থেকে উপরে নাম রয়েছে রিলায়েন্স জিও কোম্পানির। রিলাইয়েন্স জিও-র নিত্য নতুন আকর্ষণীয় অফারের ফলে সংস্থার গ্রাহক সংখ্যা গোটা দেশে প্রায় ৩৭ কোটি। অন্যান্য সংস্থা গুলি এর কারণে অনেক পিছিয়ে পরছে মার্কেটে। টেলিকম জগতের এক নম্বর সংস্থা রিলায়েন্স জিও-র শেয়ার কিনতে উদ্যোগ প্রকাশ করল Facebook। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক জায়েন্ট Facebook কিনতে চায় আম্বানির সংস্থার শেয়ার। ইতিমধ্যে, এই বিষয় নিয়ে দুই সংস্থার আধিকারিকদের মধ্যে আলোচনা চলছে। মার্ক জুকেরবার্গের সংস্থা Reliance Jio-এর ১০ শতাংশ শেয়ার কেনার ইচ্ছা প্রাকাশ করেছে।
 ২০১৯ সালের নভেম্বর মাস পর্যন্ত আম্বানির টেলিকম কোম্পানির বাজার মুল্য ছিল ৫৬ থেকে ৭০ বিলিয়ান মার্কিন ডলার। সেই দিক থেকে হিসাব করলে ১০ শতাংশ শেয়ারের মূল্য হয় ৬.৫ - ৭ বিলিয়ন ডলার, ভারতীয় মূদ্রায় তা প্রায় ৫০,০০০ কোটি টাকা। কিন্তু করোনা ভাইরাসের জেরে এখন গোটা বিশ্বে লকডাউন পরিস্থিতি চলছে। ফলে যোগাযোগ ব্যবস্থাও বন্ধ। সেই কারণে এই মুহুর্তে দুই সস্থার মধ্যের এই চুক্তির আলোচনা আপাতত স্থগিত রয়েছে। মহামারীর জেরে বিশ্বব্যাপী যে পরিস্থিতি তা ঠিক হলে, দুই সংস্থার চুক্তি এগোবে বলে জানা যাচ্ছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.