Header Ads

করোনার জেরে ঘরবন্দি মানুষ, ছন্দে ফিরছে প্রকৃতি। দেখুন ভাইরাল ভিডিও

নজরবন্দি ব্যুরোঃ মানুষের জন্য নষ্ট হচ্ছে প্রকৃতির ভারসাম্য। আমার গাছ কেটে বন উজার করে দিয়েছি। আমার পরিবেশ দূষণ করে পৃথিবীর জল, মাটি, বাতাসকে দূষিত করেছি। ফলে আমাদের অত্যাচারে অতিস্ট হয়েছে অন্যান্য জীবকুল। কিন্তু এবার করোনা ভাইরাসের জেরে ঘর বন্দি গোটা বিশ্বের মানুষ। চলছেনা গাড়ি, কলকারখানাও প্রায় বন্ধ ঠিক এমন অবস্থাই মহা আনন্দে মানুষ ব্যাতিত অন্যান্য জীবকুল ঠিক এমনি এক ছবি ধরা পড়েছে সেখানে দেকা যাচ্ছে পর্যটক-শূন্য সৈকতে নিশ্চিন্তে ডিম পাড়ছে লাখ লাখ কচ্ছপ।ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী সুশান্ত নন্দা একটি ভিডিয়ো পোস্ট করেছেন।
 সেখানে দেখা যাচ্ছে, সৈকতে প্রচুর কচ্ছপ আসছে। আর প্রত্যেকে বালি সরিয়ে গর্ত খুঁড়ে যাচ্ছে, ডিম পাড়ার প্রস্তুতি নিচ্ছে।এবার সমুদ্র সৈকত পর্যটক শুন্য তাই নিশ্চিন্তে তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মের পৃথিবীতে আসার জন্য ব্যবস্থা করছে। এতাই টো স্বাভাবিক তাই না? কিন্তু মানুষ অর্থাৎ আমারা নিয়ম করে ভেঙে যাচ্ছি প্রকৃতির স্বাভাবিকতা কে। আর এই কদিন মানুষ ঘরবন্দিতেই প্রকৃতি ফিরে পাচ্ছে তার স্বাভাবিক ছন্দ। জেতা এই সময় মনুষ্য জাতির জন্য খুব দরকার। দেখুন সেই সুন্দর ভিডিও নিচের লিঙ্কে ক্লিক করে।
https://twitter.com/intent/like?tweet_id=1242709458850942978
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.