করোনার থাবায় ১ বছর পিছিয়ে গেল টোকিও অলিম্পিক্স
নজরবন্দি ব্যুরোঃ অলিম্পিক্স পিছিয়ে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তে সহমতে পৌঁছলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও আইওসি প্রধান থমাস বাক । একবছরের জন্য অলিম্পিক গেমসের পিছোনোর সিদ্ধান্তে সহমতে দু পক্ষই ।২০২১ সালে টোকিও অলিম্পিক্স আয়োজন করা হবে । কিন্তু নাম থাকবে ‘টোকিও অলিম্পিক্স ২০২০’।গত রবিবারই আইওসি জানিয়েছিল তারা অলিম্পিক্স নিয়ে ভাবনাচিন্তা করছে আর সোমবার এই কথা জানালেন আইওসি সদস্য । IOC র সবথেকে দীর্ঘদিনের সদস্য জানিয়েছেন এটা সিদ্ধান্ত হয়ে গেছে যে অলিম্পিক্স ২৪ জুলাই শুরু হচ্ছে না । তিনি আরও জানিয়েছেন সম্ভবত ২০২১ সালে হবে অলিম্পিক্স ।
করোনা ভাইরাস প্যানডেমিক নিয়ে সারা বিশ্ব উত্তাল । এরমধ্যে কানাডা সর্বপ্রথম দেশ হিসেবে সিদ্ধান্ত নিয়েছিল যে যদি অলিম্পিক্স নির্ধারিত সময়ে হয় তাহলে তারা অংশ গ্রহণ করবেন না । বিভিন্ন দেশের চাপ বাড়ছিল আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা-র উপরে। নানা দেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় সুর বদলায় জাপানও। নিজের দেশের সংসদে আবে বলেছেন, এই পরিস্থিতিতে পূর্ণাঙ্গ অলিম্পিক্স যদি করা সম্ভব না হয়, তা হলে গেমস পিছিয়ে দেওয়ার কথা ভাবা যেতে পারে। সেই মতোই জাপানের প্রধানমন্ত্রী মেগা ইভেন্ট পিছিয়ে দেওয়ার কথা বলেন আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রেসিডেন্টকে। তিনিও আবের সঙ্গে একমত হন।
করোনা ভাইরাস প্যানডেমিক নিয়ে সারা বিশ্ব উত্তাল । এরমধ্যে কানাডা সর্বপ্রথম দেশ হিসেবে সিদ্ধান্ত নিয়েছিল যে যদি অলিম্পিক্স নির্ধারিত সময়ে হয় তাহলে তারা অংশ গ্রহণ করবেন না । বিভিন্ন দেশের চাপ বাড়ছিল আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা-র উপরে। নানা দেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় সুর বদলায় জাপানও। নিজের দেশের সংসদে আবে বলেছেন, এই পরিস্থিতিতে পূর্ণাঙ্গ অলিম্পিক্স যদি করা সম্ভব না হয়, তা হলে গেমস পিছিয়ে দেওয়ার কথা ভাবা যেতে পারে। সেই মতোই জাপানের প্রধানমন্ত্রী মেগা ইভেন্ট পিছিয়ে দেওয়ার কথা বলেন আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রেসিডেন্টকে। তিনিও আবের সঙ্গে একমত হন।
No comments