Header Ads

রাতারাতি স্টেডিয়াম পাল্টে হয়ে গেল ১০০০ সিটের হাসপাতাল, উদ্যোগে মুখ্যমন্ত্রী

নজরবন্দি ব্যুরোঃ করোনার আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব। ইতিমধ্যে আমাদের দেশে করে দেওয়া হয়েছে লকডাউন। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের হসপিটালের এর সংখ্যা খুবই কম সেই কারণেই একটি উদ্যেগ নিলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার একটি স্টেডিয়ামকে তিনি রাতারাতি পরিবর্তন করে তৈরি করে দিলেন হসপিটাল।এই হসপিটালে বেডের ব্যবস্থা করেছেন তিনি এক হাজারেরও বেশি। তার পাশাপাশি আনিয়েছেন উন্নত চিকিৎসা ব্যবস্থা যন্ত্রপাতি।
 পাশাপাশি অভিজ্ঞ ৫০টি ডাক্তারের টিম ও তৈরি করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো রোগী ভর্তি হয়নি ওই হসপিটালে। হসপিটাল তৈরি করা হয়েছে ব্যাকআপ হিসেবে চতুর্থ পঞ্চম সংক্রামণের হার বারলে এই হসপিটালটিকে কাজে লাগানো হবে। এমনটাই জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.