Header Ads

পুরসভার কর্মীদের জন্য N95 ও FFP3 মাস্ক কিনলেন হৃতিক রোশন

নজরবন্দি ব্যুরোঃ আস্তে আস্তে করোনার প্রকোপ বেড়ে চলেছে ভারতে ও। সে কারণে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছে পুরো দেশ লকডাউন।করোনা আতঙ্কের লকডাউনে পুরো দেশ, তার মধ্যেই কয়েকটি বিভাগের মানুষগুলো কাজ করে চলেছেন।সেই কারণে বলিউড তারকা হৃতিক রোশন গ্রেটার মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মী এবং অন্যান্য কর্মচারীদের জন্য N95 ও FFP3 মাস্ক কিনলেন।এদিন টুইট করে অভিনেতা বলেন,দেশের এই রকম পরিস্থিতিতে বেশ কিছু মানুষ আমাদের জন্য কাজ করে চলেছে। তাদের সুরক্ষার জন্য যতটা পারা যায় সাহায্য করতে চাই আমি। আমাদের BMC কর্মীদের জন্য N95 ও FFP3 মাস্ক কিনেছি।এদিন টুইট করে অভিনেতা বলেন,দেশের এই রকম পরিস্থিতিতে বেশ কিছু মানুষ আমাদের জন্য কাজ করে চলেছে।
 তাদের সুরক্ষার জন্য যতটা পারা যায় সাহায্য করতে চাই আমি। আমাদের BMC কর্মীদের জন্য N95 ও FFP3 মাস্ক কিনেছি।মহারাষ্ট্র সরকার আমায় এই সুযোগটুকু দিয়েছেন সে কারণে তাদের অনেক ধন্যবাদ। আপনারা ও নিজের সামর্থ অনুযায়ী সাহায্য করুন।এর আগেও তাকে বেশ কয়েকবার ভিডিও র মাধ্যমে সচেতন সচেতন বার্তা দিতে দেখা গেছে।এর আগেও তিনি সাধারণ মানুষের কাছে অনুরোধ করেছেন সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য। এর পাশাপাশি তিনি আরো বলেছেন নিজের হাত ও নিজেকে পরিস্কার রাখুন। প্রতি ঘন্টায় সাবান দিয়ে হাত ধুতে। করোনা ভাইরাস আটকানোর এটাই সবথেকে সহজ রাস্তা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.