Header Ads

কলকাতায় খোঁজ মিলল দ্বিতীয় করোনা আক্রান্তের! ভর্তি বেলেঘাটা আইডি তে। #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ পশ্চিমবঙ্গে দ্বিতীয় করোনা ভাইরাস আক্রান্তের খোঁজ মিলল। করোনা আক্রান্ত ২৩ বছরের ওই যুবক গত ১৩ মার্চ ফিরেছিলেন লন্ডন থেকে।
জানা গেছে লন্ডন থেকে ফিরে হোম আইসোলেশনে ছিলেন তিনি। পরে সংক্রমন বাড়তে থাকায় বেলেঘাটা আইডি হাসপাতালে যোগাযোগ করা হয় পরিবারের তরফে। পরীক্ষা করা হলে দেখা যায় তাঁর রিপোর্ট পজিটিভ! বৃহস্পতিবার গভীর রাতে তাঁর রিপোর্ট আসে। বর্তমানে তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন।
উল্লেখ্য দ্বিতীয় করোনা আক্রান্ত এই যুবক লণ্ডন থেকে ভায়া দিল্লী হয়ে কলকাতায় আসেন গত ১৩ই মার্চ। ১৬ তারিখ থেকে তাঁর শরীরে উপসর্গ দেখা যায়। আরম্ভ হয় সর্দি-কাশি।
পরিবারের লোকজন দেরি না করে তাঁকে ১৭ তারিখ ভর্তি করে বেলেঘাটা আইডি হাসপাতালে।
তাঁর বাবা মা, ভাই, দাদু, ঠাকুমাকেও কোয়ারান্টাইনে রাখা হয়েছে। বালিগঞ্জে যে আবাসনে যুবকের বাস সেখানেও নজরদারি রাখা হচ্ছে। উল্লেখ্য, যুবক সহ তাঁর আরও দুই বন্ধু একসাথে ফিরেছিলেন লণ্ডন থেকে সেই দুজনেও করোনা ভাইরাসের শিকার হয়েছেন। তাঁদের বাড়ি, পঞ্জাব ও ছত্তিশগড়ে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.