Header Ads

ভারত সফরের আগেই ট্রাম্পের তালিবান চুক্তি নিয়ে অস্বস্তিতে ভারত

নজরবন্দি ব্যুরোঃ ভারতে আসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত সফর সেরে ফিরে গিয়ে আফগানিস্তানে তালিবানের সঙ্গে শান্তি চুক্তিতে সই করার কথা রয়েছে ট্রাম্পের। যার ফলে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে ভারত। মোদী-ট্রাম্প সাক্ষাতে আফগানিস্থান প্রসঙ্গ নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। মার্কিন-তালিবান শান্তি চুক্তির বিষয়ে তথ্য জানতে চাইতে পারে ভারত। এই চুক্তিতে পাকিস্তানের অবস্থান নিয়েও জানতে চায় ভারত। আফগানিস্তানের তালিবান ও হক্কানী নেটওয়ার্কের সঙ্গে আইএসআই-এর একটি সম্পর্ক রয়েছে।
আর সেই সম্পর্ককে কাজে লাগিয়ে পাকিস্তান যদি ভারত বিরোধী সন্ত্রাসে ঝাঁপিয়ে পড়ে তবে বেকায়দায় পড়তে হবে ভারতকে। আর এই আশঙ্কাতে ট্রাম ভারতে এলে বিষয়টি নিয়ে জানতে চাইতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শান্তি চুক্তির ব্যাপারে ভারতকে আমেরিকা জানিয়েছিল যে আফগানিস্থানে তালিবান জঙ্গী সংগঠনগুলো তাদের নিজেদের অস্ত্র ত্যাগ করবে এরপরই মার্কিন সেনাবাহিনী নিজেদের দেশে প্রত্যাবর্তন করবে। সূত্রের খবর ফেব্রুয়ারির ২২ থেকে ২৮ তারিখের মধ্যে হিংসাত্মক কার্যকলাপ কমিয়ে দেবে তালেবান জঙ্গিরা।
যদি তারা জঙ্গি কার্যকলাপ বন্ধ করে দেয় তবেই ট্রাম্প আফগানিস্তানের সঙ্গে তালিবান বিষয়ক চুক্তি স্বাক্ষর করবে। তারপর আফগানিস্থান সেদেশের তালিবানি প্রতিনিধিদের সঙ্গে দেখা করে সন্ত্রাস কমানোর ব্যাপারে উদ্যোগ নেবে। সেই সুযোগে আফগানিস্থানে ঢুকে গিয়ে নিজেদের প্রভাব বাড়াতে পারে পাকিস্তান। ফলত ভারতবিরোধী সন্ত্রাসে আরও এক কদম এগিয়ে যেতে পারে তারা। সেই বিষয়টি মাথা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিষয়টি রীতিমত ভারতের কাছে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। আর তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে এলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরো বিষয়টি পরিষ্কার করে জানতে চাইবেন বলে সূত্রের খবর।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.