Header Ads

ক্লার্ক পদে নিয়োগের সিদ্ধান্ত, ৬ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন

নজরবন্দি ব্যুরো: রাজ্যে শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। একাধিক নিয়োগের পরীক্ষা আইনি জালে জড়িয়ে আছে। কবে সেই জট সরিয়ে ফের নিয়োগ হবে তার উত্তর নেই কোনও চাকরি প্রার্থীর কাছে। এই বিতর্কের মধ্যে পরীক্ষার্থীদের জন্য ভাল খবর।

এবার  নিয়োগ নিয়ে উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়। শিক্ষাকর্মী নিয়োগ করতে চলেছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। বহু বছর পর ক্লারিকাল পদ এবং প্রায় সাত বছর পর গ্রুপ ডি পদে নিয়োগ হবে। তার লিখিত পরীক্ষার জন্য এই প্রথম একটি বাইরের এজেন্সিকে দায়িত্ব দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যে সব সংস্থা এই রকম পরীক্ষা নেয়, তাদের মধ্যে থেকে ই-টেন্ডার করে একটি সংস্থার হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে যে খবর পাওয়া গিয়েছে তাতে সব মিলিয়ে মোট ১১৬টি পদে শিক্ষাকর্মী নিয়োগ হবে। আগামী ৬ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। ফর্মপূরণ এবং জমা দেওয়ার ব্যাপারটি পুরোটাই অনলাইনে করতে হবে। কোন পদের জন্য কি যোগ্যতা, তার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ইতিমধ্যে দেওয়া হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৪৯ এবং নিরাপত্তারক্ষী, জুনিয়র অ্যাটেন্ড্যান্ট, ড্রাইভার, সুইপার সহ একাধিক পদে  ৬৭ জনকে নিয়োগ করা হবে।  ৪৯টির মধ্যে অংসরিক্ষত ২৭টি পদ। অন্যদিকে, ৬৭টির মধ্যে ৩৭টি অংসরক্ষিত। এই পরীক্ষা মূলত এমসিকিউ প্রশ্নের ভিত্তিতেই হবে।

বছরের পর বছর শিক্ষাকর্মী পদে থাকা ব্যক্তিরা অবসর গ্রহণ করেছেন। কিন্তু সেই জায়গায় নতুন স্থায়ী কাউকে চাকরি দেওয়া হয় নি। বরং অস্থায়ী, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়। আগামীদিনে যাতে এই সব কর্মী স্থায়ীকরণের দাবি না করতে পারেন, তার জন্য দ্রুত স্থায়ী কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছেন বলে জানা গিয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.