ট্রাম্পের হাত ধরে নতুনভাবে আত্মপ্রকাশ করল সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়াম
নজরবন্দি ব্যুরোঃ মার্কিন প্রেসিডেন্ট এর হাত ধরে বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়ামে উদ্বোধন হল।এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশানের করতে ব্যক্তিরা এই উদ্বোধনী অনুষ্ঠান দেখতে কানায় কানায় পূর্ণ ছিল স্টেডিয়াম।
প্রায় এক লাখ দশ হাজার আসন বিশিষ্ট বিশ্বের এই বৃহত্তম স্টেডিয়ামের বিশেষত্ব হল অ্যান্টি ব্যাকটেরিয়াল এলইডি ফ্লাট লাইট। ক্রিকেট ইতিহাসে এই মাঠে হয়েছে অনেক রেকর্ট। শচীনের আন্তর্জাতিক ক্রিকেটের তিরিশ হাজার রানের মাইল ফলক এই মাঠেই। আবার গাভাস্কারের দশ হাজার টেস্ট রানেই সাক্ষী রয়েছে এই মাঠ এই রকম অগণিত রেকর্ডের ইতিহাস বুকে নিয়ে আজ আবার নতুন নাম নতুন ভাবে আত্মপ্রকাশ করলো এই স্টেডিয়াম যা আগামী দিনে আরো অনেক ক্রিকেটীয় কীর্তির সাক্ষী হয়ে থাকবে।
প্রায় এক লাখ দশ হাজার আসন বিশিষ্ট বিশ্বের এই বৃহত্তম স্টেডিয়ামের বিশেষত্ব হল অ্যান্টি ব্যাকটেরিয়াল এলইডি ফ্লাট লাইট। ক্রিকেট ইতিহাসে এই মাঠে হয়েছে অনেক রেকর্ট। শচীনের আন্তর্জাতিক ক্রিকেটের তিরিশ হাজার রানের মাইল ফলক এই মাঠেই। আবার গাভাস্কারের দশ হাজার টেস্ট রানেই সাক্ষী রয়েছে এই মাঠ এই রকম অগণিত রেকর্ডের ইতিহাস বুকে নিয়ে আজ আবার নতুন নাম নতুন ভাবে আত্মপ্রকাশ করলো এই স্টেডিয়াম যা আগামী দিনে আরো অনেক ক্রিকেটীয় কীর্তির সাক্ষী হয়ে থাকবে।

No comments