বিজেপি- তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত আসানসোল আহত ২ !
নজরবন্দি ব্যুরোঃ বিজেপি- তৃণমূল সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল আসানসোলে। বিজেপির পার্টি অফিস তৈরি করা নিয়েই দ্বন্দ্ব। প্রথমে বচসা, তারপর ধ্বস্তাধস্তি থেকেই সংঘর্ষের রূপ নেয় এলাকা। সূত্রে খবর, গত ৫ ফেব্রুয়ারি রাতে ঘটনাটি ঘটে। বিজেপির দাবি, সালানপুর এলাকায় কিছুদিন আগেই পার্টি অফিস আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল।
সেই পার্টি অফিসই ফের নতুন করে তৈরি করছিল গেরুয়া শিবিরের সদস্যরা। সেটাকে কেন্দ্র করেই সংঘর্ষ। ঘটনায় জখম দুজনকেই আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাই পুলিশ মোতায়ন রয়েছে। উত্তাজনা আছে।
No comments