পথ দুর্ঘটনায় মৃত্যু বারাসতের তৃণমূল কাউন্সিলর ও তাঁর ভাইয়ের
নজরবন্দি ব্যুরোঃ হুগলীর শিয়াখালায় এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় নিহত হলেন তৃণমূল কাউন্সিলর-সহ ২ জন। রবিবার ওই দুর্ঘটনা ঘটে কলকাতা-আরামবাগ অহল্যাবাই রোডের শিয়াখালায়। দুর্ঘটনায় মৃত্যু বয়েছে বারাসত ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রদ্যুত্ ভট্টাচার্য ও তাঁর ভাই প্রণব ভট্টাচার্যের।
মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হুগলির তৃণমূল নেতৃত্ব। যান হুগলি জেলা তৃণমূলের প্রভাবশালী নেতা দিলীপ যাদব। ফোনে পুরো ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদারও।
মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হুগলির তৃণমূল নেতৃত্ব। যান হুগলি জেলা তৃণমূলের প্রভাবশালী নেতা দিলীপ যাদব। ফোনে পুরো ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদারও।

No comments