ভেঙে পড়ল ফরাক্কা ব্যারেজে নির্মীয়মাণ সেতুর একাংশ, মৃত্যু ২ শ্রমিকের। আহত অনেক
নজরবন্দি ব্যুরোঃ ভেঙে পড়ল নির্মীয়মাণ ফরাক্কা ব্যারেজে নির্মীয়মাণ সেতুর একাংশ। যার জেরে মৃত্যু হল দু' জন শ্রমিকের। এছা়ড়াও সাত থেকে দশজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে খবর। ভেঙে পড়া গার্ডার-এর নীচে এক শ্রমিক এখনও চাপা পড়ে রয়েছেন বলে খবর। দেড় বছর আগে ফারাক্কা ব্যারেজের পাশেই নতুন করে দ্বিতীয় ফারাক্কা ব্যারেজ তৈরির কাজ শুরু হয়েছে। সেই ব্যারেজ তৈরিতে বহু শ্রমিক কাজ করছেন। সেই মতো এদিনও কাজ করছিলেন শ্রমিকেরা।
সেই সময় হঠাত্ই গার্ডার ভেঙে দুর্ঘটনা ঘটে। সেই সময় সেখানে ছয় শ্রমিক কাজ করছিলেন।খবর পাওয়ামাত্রই বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। অন্ধকার হওয়ায় উদ্ধারকাজ বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে রয়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তৈরির সময়েই কীভাবে ব্রিজের গার্ডার ভেঙে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

No comments