Header Ads

পরীক্ষার্থীদের জন্য ভাল খবর, ২০৪ পদে কর্মী নিয়োগ করবে রাজ্য

নজরবন্দি ব্যুরো: রাজ্যে বেকারের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এই রকম সময়ে পরীক্ষার্থীদের জন্য ভাল খবর। এবার ইচ্ছুক প্রার্থীরা মাধ্যমিক পাশ হলেই সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন।
প্রচুর কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। চলতি মাসের ১৮ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চাকরির আবেদন করা যাবে ৪ মার্চ পর্যন্ত।
প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে। www.ddinajpur.nic.in- এই ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন। অফলাইনেও আবেদন করতে পারবেন প্রার্থীরা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মোট ২০৪টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। ১৮ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.