প্রাইমারি শিক্ষকতার আবেদনের তারিখ বাড়ল!
নজরবন্দি ব্যুরো: কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, সেন্ট্রাল টিবেটান স্কুল, সৈনিক স্কুল, দিল্লি সাবর্ডিনেট স্কুল, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্কুল ইত্যাদিতে আবেদনের অন্যতম আবশ্যিক যোগ্যতা হিসাবে সিবিএসই পরিচালিত সিটেট পরীক্ষার অনলাইন আবেদন গ্রহণের শেষ তারিখ ২৪ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ২ মার্চ করা হয়েছে।
সাবস্ক্রাইব করুন নজরবন্দির ইউটিউব চ্যানেল
ফি দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে করা হয়েছে ৫ মার্চ বেলা সাড়ে তিনটে।
ফি দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে করা হয়েছে ৫ মার্চ বেলা সাড়ে তিনটে।

No comments