উন্মুক্ত পিঠে চলছে মেকআপ ,সানির ভিডিও ভাইরাল
নজরবন্দি ব্যুরো :তাঁর জীবনের লড়াই বড্ড কঠিন ছিল। পর্ন দুনিয়া থেকে বলিউডে তাঁর যাত্রা খুব একটা সহজ ছিল না। সেই কারনে সানির ভক্তের সংখ্যা ও কম নয়। এছাড়া ভক্তদের ও নিরাশ না করে নিয়মিত ভাবে নিজের ছবি বা ভিডিও আপলোড করেন সোশ্যাল মিডিয়াতে। মঙ্গলবার এমনই সানির একটি ভিডিও হয়ে গেল ভাইরাল। পেটা ফটোশ্যুটের জন্য মেকাপ করছিলেন সানি আর সেই মেকআপ এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন সানি।
সাথে সাথেই সেই ভিডিও হয়ে যায় ভাইরাল। এরপর সানির ভিডিও তে লাইক পরে ছ’লক্ষেরও বেশি। ভিডিওটিতে দেখা যাচ্ছে সানির খোলা পিঠে মেকআপ করছেন মেকআপ আর্টিস্ট।এই ভিডিও এর মাধ্যমে সানি তাঁর ভক্তদের অনুরোধ করেছেন কোন প্রাণীকে আঘাত না করতে। সানির ভিডিও দেখতে হলে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন।
https://www.instagram.com/sunnyleone/?utm_source=ig_embed
সাথে সাথেই সেই ভিডিও হয়ে যায় ভাইরাল। এরপর সানির ভিডিও তে লাইক পরে ছ’লক্ষেরও বেশি। ভিডিওটিতে দেখা যাচ্ছে সানির খোলা পিঠে মেকআপ করছেন মেকআপ আর্টিস্ট।এই ভিডিও এর মাধ্যমে সানি তাঁর ভক্তদের অনুরোধ করেছেন কোন প্রাণীকে আঘাত না করতে। সানির ভিডিও দেখতে হলে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন।
https://www.instagram.com/sunnyleone/?utm_source=ig_embed

No comments