পার্শ্বশিক্ষকদের নিয়ে ভাবছে সরকার, মার্চের মধ্যে হতে পারে সিদ্ধান্ত
পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির থেকেও চাকরিতে স্থায়ীকরণ করাটা খুব জরুরী। রাজ্য সরকার এই উদ্যোগ নিচ্ছে। কিছু-মাস আগে এমন মন্তব্য করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মধ্যমগ্রাম পুরসভার উদ্যোগে নজরুল শতবার্ষিকী সদনে মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক, সিবিএসসি ও আইসিএসসি পরীক্ষায় সফল পড়ুয়াদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ওই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ছাড়াও সাংসদ সদস্য কাকলি ঘোষদস্তিদার মধ্যমগ্রামের বিধায়ক তথা পুরসভার চেয়ারম্যান রথীন ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই