Header Ads

বাবা-মায়ের বিচ্ছেদেই শেষ নয় সন্তানের দায়িত্ব, জানিয়ে দিল শীর্ষ আদালত

নজরবন্দি ব্যুরোঃ বিয়ে ভেঙে যাওয়া মানে বাবা-মায়ের দায়িত্ব শেষ হওয়ার নয়। সন্তানের দায়িত্ব নেওয়া সংক্রান্ত একটি মামলার পর্যবেক্ষণে স্পষ্ট করে এমনটাই জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার এই সংক্রান্ত একটি মামলার পর্যবেক্ষণ চলছিল আদালতে। বিচারপতি খানউইলকার এবং অজয় রাস্তগির বেঞ্চ এই মামলার পর্যবেক্ষণে বসেন। পর্যবেক্ষণে সুপ্রীমকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় শিশুর অধিকার কে গুরুত্ব দিতে হবে বাবা-মাকে।
বাবা মায়ের বিবাহ বিচ্ছেদের পর শিশুদের কাস্টোডিতে নেওয়া সংক্রান্ত ওই মামলার পর্যবেক্ষণেই এমনটা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিবাহ-বিচ্ছেদের সমস্ত কাজের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত শিশুটির কল্যাণের উপর। শিশুটির যাতে কোনো সমস্যা না হয় বা মানসিকভাবে তার ওপর কোনো প্রভাব না পড়ে বাবা-মাকে সে বিষয়ে লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষ আদালতের দুই বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ।
আদালত এও জানিয়েছে যে দুপক্ষের মতামতকে গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং যদি সেক্ষেত্রে দু'পক্ষের মধ্যে মধ্যস্থতার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়া যায় তাহলেই শিশুর ক্ষেত্রে ভালো হয়। আদালত সর্বদাই দুপক্ষের মধ্যস্থতায় বিষয়টি মিটমাট করার পক্ষেই থাকে। কারোর মধ্যস্থতায় বিষয়টি মিটমাট হয়ে গেলে শিশুদের উপর কোন প্রভাব পড়ে না। সর্বদাই শিশুদের অধিকারের উপরেই লক্ষ্য রাখা উচিত বলে জানিয়েছে ।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.