Header Ads

নিয়োগ নিয়ে বিতর্কের মাঝে বিদ্যালয় শিক্ষা দফতরে নিয়োগ করবে রাজ্য!

নজরবন্দি ব্যুরো:রাজ্যে নিয়োগ নিয়ে একের পর অভিযোগ। অনিয়মের অভিযোগে আদালতে দায়ের হয়েছে মামলা। রাজ্যে একাধিক নিয়োগের পরীক্ষা মামলার কারণে আটকে আছে।
সেই সব মামলার জট কবে খুলবে তা বলা এখন বেশ কঠিন।
এই রকম সময়ে রাজ্যের বিদ্যালয় শিক্ষা দফতরে ১৭ জন ডিসট্রিক্ট অর্গানাইজার অব ফিজিক্যাল এডুকেশন নিয়োগ করাতে চলেছে সরকার। মোট শূন্য পদের সংখ্যা ১৭।  রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সব রকমের ছাড় পাবেন।
পে ব্যান্ড থ্রি অনুযায়ী মূল বেতন ৭১০০-৩৭৬০০ টাকা, গ্রেড পে ৩৯৫০ টাকা।এই পরীক্ষার জন্য আবেদন করতে গেলে ফি লাগবে ১৬০ টাকা। নিচের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। https://wbpsc.gov.in/। এই পরীক্ষার আবেদন করার শেষ তারিখ ২৪ ফেব্রুয়ারি। এই পরীক্ষায় বসতে গেলে প্রার্থীকে কম্পিউটার জানতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ১ জানুয়ারি ২০২০ তারিখের হিসাবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৯ বছর।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.