ওয়ানডে ‘সুপার সিরিজ' নিয়ে আলোচনা করতে ইংল্যান্ডে উড়ে গেলেন দাদা।
নজরবন্দি ব্যুরোঃ ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের সঙ্গে ওয়ানডে সুপার সিরিজ'-এর ভাবনা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির মাথা থেকে বেরিয়েছিল আর সে নিয়ে আলোচনার জন্য তড়িঘড়ি ইংল্যান্ডে উড়ে গিয়েছেন দাদা। সেখানে আলোচনায় বসবেন দুই দেশের বোর্ডের কর্তা ব্যক্তিদের সাথে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সঙ্গে আরও একটি দেশকে নিয়ে শুরু হবে এই সুপার সিরিজ।আগামী বছর এই টুর্নামেন্ট শুরু করারা কথা ভাবা হয়েছে।
প্রথমে ভারতে আর তারপর প্রতিবছর রোটেসানের মাধ্যমে বাকি দেশ গুলি তা করবে। আইসিসি-র ফিউচার ট্যুর প্রোগ্রামে কিভাবে সূচি করা হবে সেই সমস্ত বিষয় নিয়েই তিন দেশের বোর্ড কর্তাদের মধ্যে আলোচনা হবে। সূত্রের খবর প্রথমিক ভাবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বোর্ড এই টুর্নামেন্টের জন্য রাজি আছে। তবএ এই তিন দেশ ছাড়া আর ১টা কোন দেশ অংশ নেবে তা এখন ঠিক হয়নি। তবে আশা করা যায় আইসিসি রাঙ্কিং এ উপরের দিকের দলই অংশ নেবে।

No comments