দুপুরে সিনেমা হলে আগুন, ডানলপে ছড়াল চাঞ্চল্য
নজরবন্দি ব্যুরো: এদিন সিনেমা হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ডানলপে। এই অগ্নিকান্ডের জেরেই চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলবাহিনী। ঘটনাস্থলে দমকলের ৪ টি ইঞ্জিন। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন প্রায় নিয়ন্ত্রণে।
শুক্রবার কর্মব্যস্ত দিনে, দুপুর বেলায় ডানলপের সোনালি সিনেমা হলে শো চলাকালীন হঠাৎই ভিতর থেকে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন।
তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন কর্মীরা। তবে আগুন সেভাবে ছড়িয়ে পড়েনি বলেই দমকল সূত্রের খবর। দমকল কর্মীরা জানিয়েছেন, সিনেমা হলের ভিতর থেকে সেই সময় সকলকে নিরাপদে বের করে আনা হয়। এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে জনবহুল এলাকা হওয়ায় আগুন নেভাতে খানিকটা সমস্যা হয় কর্মীদের। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়।
শুক্রবার কর্মব্যস্ত দিনে, দুপুর বেলায় ডানলপের সোনালি সিনেমা হলে শো চলাকালীন হঠাৎই ভিতর থেকে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন।

No comments