সিদ্ধার্থ আমাকে মারধর করত, সিদ্ধার্থের বিরুদ্ধে অভিযোগ করলেন তাঁর প্রাক্তন প্রেমিকা শিল্পা
নজরবন্দি ব্যুরো : বিগ বস ১৩ জিতলেন সিদ্ধার্থ শুক্লা।বিগ বস ১১ জিতেছিলেন শিল্পা শিন্ডে যিনি কি না সিদ্ধার্থের প্রাক্তন প্রেমিকা।অবশেষে বেশ অনেক দিন সিদ্ধার্থের উদ্দেশ্যে মুখ খুললেন শিল্পা। শিল্পা জানান সিদ্ধাৰ্থ নাকি এতো সন্দেহ বাতিক ছিলেন যে সিদ্ধাৰ্থ শিল্পা কে মারধর ও করতেন। এছাড়া সম্পর্কে থাকাকালীন শিল্পা ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করতেন সিদ্ধাৰ্থ।
এবং শিল্পা সম্পর্ক থেকে বেরিয়ে অসতে চাইলে সিদ্ধার্থ তাকে ভয় দেখাতেন মুখে অ্যাসিড ঢেলে দেবেন বলে। শিল্পা এই বিষয়ে সিদ্ধার্থের মায়ের কাছে অভিযোগ ও করেন। ফিনালের আগে শিল্পা জানান যদি সিদ্ধার্থ এইবারের বিগ বস যেতেন তাহলে তিনি তাঁর বিগ বস ১১ এর বিজয়ী ট্রফি ফিরিয়ে দিতে চান। সিদ্ধার্থ বাস্তবে যেমন তাঁর সেই একই রূপ বিগ বসের ঘরেও ধরা পড়েছে। শিল্পা বলেন একজন কে মেরে কেউ কি করে বিজয়ী হতে পারে। এরপর শিল্পা আক্রমন করেন সালমান খান কে।শিল্পা বলেন সিদ্ধার্থ অনেক বাজে ব্যবহার করেছেন কিন্তু ভাইজান কোন বাঁধা দেননি।
এবং শিল্পা সম্পর্ক থেকে বেরিয়ে অসতে চাইলে সিদ্ধার্থ তাকে ভয় দেখাতেন মুখে অ্যাসিড ঢেলে দেবেন বলে। শিল্পা এই বিষয়ে সিদ্ধার্থের মায়ের কাছে অভিযোগ ও করেন। ফিনালের আগে শিল্পা জানান যদি সিদ্ধার্থ এইবারের বিগ বস যেতেন তাহলে তিনি তাঁর বিগ বস ১১ এর বিজয়ী ট্রফি ফিরিয়ে দিতে চান। সিদ্ধার্থ বাস্তবে যেমন তাঁর সেই একই রূপ বিগ বসের ঘরেও ধরা পড়েছে। শিল্পা বলেন একজন কে মেরে কেউ কি করে বিজয়ী হতে পারে। এরপর শিল্পা আক্রমন করেন সালমান খান কে।শিল্পা বলেন সিদ্ধার্থ অনেক বাজে ব্যবহার করেছেন কিন্তু ভাইজান কোন বাঁধা দেননি।

No comments