Header Ads

অতিথি শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিল সরকার, চূড়ান্ত তালিকা তৈরি করবে শিক্ষা দফতর

নজরবন্দি ব্যুরো: বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে কর্মরত অতিথি শিক্ষকদের বর্ধিত ভাতা কার্যকর করার চূড়ান্ত প্রক্রিয়া শুরু হতে চলেছে।
এমন খবর জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী।
আর এই লক্ষ্যে আগামী মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি যোগ্য শিক্ষকদের যাবতীয় নথি যাচাইয়ের জন্য সরাসরি ইন্টারভিউয়ের রাস্তায় নামছে উচ্চশিক্ষা দফতর। এই মর্মে ইতিমধ্যে নথি যাচাইয়ের প্রাথমিক প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। সেই প্রক্রিয়া শেষে বেশ কয়েক হাজার শিক্ষককে এবার ইন্টারভিউয়ে ডাকার সিদ্ধান্ত নিয়েছে। দফতরের চারজন উচ্চপদস্থ আমলাকে নিয়ে গঠিত কমিটি ইন্টারভিউয়ের পর নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
তাদের তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষকরা এবছরের জানুয়ারি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত বর্ধিত পাঁচ হাজার টাকা বর্ধিত ভাতা পাবেন। তার আগে ইন্টারভিউ প্রক্রিয়া পার করলেই সংশ্লিষ্ট শিক্ষকদের এই বর্ধিত ভাতার বিষয়ে অফার লেটার ইস্যু করা হবে বলে শনিবার সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.