Header Ads

চুপিচুপি কোথায় উড়ে গেলেন রণবীর-দীপিকা?

নজরবন্দি ব্যুরো :কাউকে না জানিয়ে চাপিয়ে চুপিচুপি কোথায় উড়ে গেলেন রণবীর-দীপিকা।কোথায় গেছেন তা কেউ জানেন না শুধু ঘুরতে গিয়ে ভক্তদের ছবি পাঠিয়ে ইঙ্গিত দিচ্ছেন দীপবীর। বুঝুন কান্ড। ভ্যালেন্টাইন ডে পালন করতে হলিডে ট্রিপে গেছেন দুজনে।
কিন্তু সবথেকে বড় প্রশ্ন গেছেন কোথায় ?সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে এটা বোঝা যাচ্ছে তাঁরা ছুটি কাটতে গেছেন সমুদ্র সৈকতে। ভ্যাকেশনের প্রথম দিন দীপক যে ছবি পোস্ট করেন তাতে দেখা যাচ্ছে নীল আকাশ আর তাতে নারকেল গাছের সারি। শনিবার তাঁরা একটি ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে বালির মধ্যে রাখা দুজোড়া রবারের স্লিপার। রবিবারে তাদের ভ্যাকেশানের ছবিতে দেখা যাচ্ছে একটি কাঠের টেবিলের ওপর ক্রস করে দুটি ছাতা রাখা।ট্রিপে যাওয়ার আগে রণবীর তাঁর পাসপোর্টের ছবি আপলোড করে জানান যে তাঁরা হলিডে ট্রিপে যাচ্ছেন। তাছাড়া দুজনে প্রেমের সপ্তাহ কেই বেছে নিল হলিডে ট্রিপের জন্য। এইবছর টানা কাজে ব্যস্ত ছিলেন রণবীর-দীপিকা। নিজের সময় দেওয়ার জন্যই পারি দিয়েছেন এক্কেবারে অজানা দেশে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.