Header Ads

সমর্থকদের গালিগালাজ থেকে বাঁচতে সোশ্যাল মিডিয়া বন্ধের সিদ্ধান্ত লাল-হলুদের

নজরবন্দি ব্যুরোঃ পর পর ম্যাচ হেরে এই মুর্তে ইস্টবেঙ্গল ক্লাবের অবস্থা প্রায় দিশে হারা। কিভাবে এই হারের খরা কাটানো যায় তা বুঝে উঠতে পারছেন না ক্লাব কর্তা থেকে খেলোয়াড়রা। ঠিক এই রকম অবস্থাতে ক্লাব কর্তি পক্ষ আশা করে ছিলেন, এই খারাপ সময়ে ক্লাবের পাশে থাকবেন তাঁদের সমর্থকরা। কিন্তু তাঁদের সেই আশায় জল ঠেলে সোশ্যাল মিডিয়ায় ভরে উঠেছে ক্লাব কর্তাদের প্রতি অকথ্য গালিগালাজ, হুমকি ও মারধরেরে কথা। আর এই সব দেখেই যত পরনায় ভেঙ্গে পড়েছেন ক্লাব কর্তারা। তাঁরা সোশ্যাল মিডিয়ায় এই সব দেখে সত্যি বিধ্বস্ত। তাই আর উপায় না দেখে কর্তারা সিদ্ধান্ত নিয়েছেন সমস্ত সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। একটি টুইটের মাধ্যমে এই ঘোশনা করার পর তেলে বেগুনে জ্বলে ওঠেন ক্লাব সমর্থকরা।
 টুইটার ছেড়ে এবার ফেসবুকে সমর্থক্রা গালিগালাজ করতে থাকেন ক্লাব কর্তি পক্ষকে। আসলে এতো বাজে পারফর্মেন্স সম্প্রতিক বছর গুলিতে হয়নি ইস্টবেঙ্গলের। গত ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতেই হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। আর সেটাই মেনে নিতে পারছেন না সমর্থকরা। এই রকম পরিস্থিতিতে শনিবার ক্লাব তাবুতে জরুরি বৈঠক ডাকেন ক্লাব কর্তারা। দুঘন্টার দীর্ঘ এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপুর্ন সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শীর্ষ কর্তা দেবব্রত সরকার, সচিব রজত গুহ, কোচ মারিয়,সহকারী কোচ বাস্তব রায় সহ ট্রেনার কার্লোস। এখন দেখার এই বৈঠকের পর খেলার মাঠে আবার কতটা জয় ফিরতে পারে শত বর্ষের এই ক্লাবটির।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.