Header Ads

অভিশপ্ত পুলওয়ামার বর্ষ পূর্তিতে রাহুলের খোঁচা কেন্দ্রকে

নজরবন্দি ব্যুরোঃ গত বছর এই দিনের অভিশপ্ত দুপুরে মুহূর্তে রক্তাক্ত হয়ে যায় কাশ্মীরের পুলওয়ামার রাস্তা। যে পথ দিয়ে চলছিল সেনার কনভয়। সেখানেই কনভয় লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জইশ জঙ্গি আদিল দার। সেই ঘটনার প্রসঙ্গ তুলে এদিন বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন রাহুল গান্ধী। শুক্রবার রাহুল পুলওয়ামায় শহিদদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এরপরই টুইটারে লেখেন, 'আজ আমরা পুলওয়ামায় শহিদ প্রায় ৪০ জন জওয়ানকে শ্রদ্ধা জানাচ্ছি।
তার সঙ্গে আমার প্রশ্ন এই হামলায় কে সবচেয়ে বেশি লাভবান হল? হামলার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তার ফল কী হল? নিরাপত্তা ব্যবস্থায় যে গলদ ছিল, বিজেপি সরকার তো সেই দায় এড়িয়ে গেছে। নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির জন্য দায়ী কারা? খুঁজে বের করা হোক।' তিনি সরকারকে ৩ টি প্রশ্ন ছুড়ে দিয়েছেন তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে। দেখুন সে গুলি নিচের ছবিতে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.