Header Ads

ফের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ! কমিশনকে রিপোর্ট দাখিলের নির্দেশ দিল আদালত

নজরবন্দি ব্যুরো: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে একের পর এক অভিযোগ। মামলার কারণে আটকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। এখনও উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া আটকে আছে মামলার কারণে।
এখানে কমিশনের বিরুদ্ধে বহু অনিয়মের অভিযোগ আছে। এবার ফের একবার অনিয়মের অভিযোগ উঠল নবম-দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগ নিয়ে।

নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ নীতি সঠিকভাবে অনুসরণ করেনি কমিশন। ফলে ওবিসি তালিকায় মামলাকারীর নীচে থাকা প্রার্থীরা চাকরি পেয়ে গিয়েছেন। তিনি চাকরি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
কমিশনের বিরুদ্ধে এই অভিযোগের সারবত্তা আছে বলে মনে করায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ স্কুল সার্ভিস কমিশনের রিপোর্ট তলব করেন। এমন অভিযোগ করেছেন ২০ জন প্রার্থী।
সকলের ক্ষেত্রেই আদালত এদিন একই নির্দেশ দিয়েছে। ওবিসি তালিকায় ভূগোলের শিক্ষক পদপ্রার্থী হিসেবে নাম রয়েছে সৌরভ কর্মকারের। তাঁর আইনজীবী ফিরদৌস শামিম আদালতকে বলেন, ওই মেধা তালিকায় সৌরভের নীচে নাম থাকা বেশ কয়েকজনকে জেনারেল ক্যাটিগরির তালিকাতেও রাখা হয়েছিল। কিন্তু, কোনও অজানা কারণে সেই প্রার্থীদের জেনারেল ক্যাটিগরির প্রার্থী হিসেবে চাকরি দেওয়া হয়েছে। যা সংরক্ষণ নীতির বিরোধী বলে তিনি দাবি করেন। সেইসূত্রে আদালত ছ'সপ্তাহের মধ্যে এই প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনকে রিপোর্ট দাখিল করতে নির্দেশ দিয়েছে। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.