Header Ads

বকেয়া ডিএ পাওয়া সময়ের অপেক্ষা? প্রবল চাপে রাজ্য, পরবর্তী শুনানি ১৩ ফেব্রুয়ারি।

নজরবন্দি ব্যুরো: গতকাল ছিল রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত মামলাটির শুনানি। আগামী ১৩ ফেব্রুয়ারি,বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে স্যাট।
গতকাল ডিএ মামলার মূল আবেদনকারী কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফে আইনজীবী সর্দার আমজাদ আলি সরকারকে তীব্র সমালোচনা করেন। সওয়ালে তিনি বলেন, স্যাট জুলাই মাসে রায় দিয়ে জানিয়েছিল, বকেয়া ডিএ কর্মীদের মিটিয়ে দেওয়ার ব্যাপারে তিন মাসের মধ্যে সরকারের বিজ্ঞপ্তি জারি করতে হবে।
মুখ দিয়ে লিখে পরীক্ষা, লড়াই কাকে বলে দেখিয়ে দিল ঈশ্বর কুমার
ছয় মাসের মধ্যে বেতন কমিশনের সুপারিশ মেনে নিয়ে তা কার্যকর করার আগে পুরো বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। কিন্তু বকেয়া ডিএ দেওয়া হয়নি। তাছাড়া সরকার বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে বর্ধিত হারে বেতন নেওয়ার জন্য কর্মীদের অপশন দিতে বাধ্য করেছেন।
স্যাট এব্যাপারে এফিডেবিট দেওয়ার জন্য আবেদনকারীকে নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি হাইকোর্টে ডিএ মামলা চলার সময় অন্য এক আবেদনকারীর হয়ে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
মিস শেফালি কে সবাই ভুলে গেছে; তাঁর প্রয়ানে সেই ভুলে যাওয়া আরো সহজ হবে!
 স্যাটে আদালত অবমাননার এই মামলায় ওই আবেদনকারী যুক্ত হওয়ায় আগামী শুনানির দিন তিনি সওয়াল করবেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.