Header Ads

মুখ দিয়ে লিখে পরীক্ষা, লড়াই কাকে বলে দেখিয়ে দিল ঈশ্বর কুমার

নজরবন্দি ব্যুরো: জীবনে প্রত্যেকের লড়াই করতে হয়। তবে সেই লড়াইয়ের ধরণ বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম। ঈশ্বর কুমার, নামটা আমাদের কাছে নতুন। তবে তাঁর লড়াই মনে রাখবার মতন। এবার এসএসসি পরীক্ষার্থী ঈশ্বরকুমার। তবে অন‌্য দশজন সাধারণ পরীক্ষার্থীদের মধ্যে সে পড়েনা। তাকে পরীক্ষার খাতায় লিখতে হচ্ছে মুখ দিয়ে। কারণ, তার দুটো হাতই যে অবশ। কলম-খাতা ধরার শক্তি নেই হাতে দুই হাতে। খাতার পৃষ্ঠা উল্টে দেন হলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা ঈশ্বর কুমার খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। খুব ছোটবেলায় বাবা-মাকে হারিয়েছে সে। জন্মের পর থেকে হাত দুটো অবশ। অনেক চিকিৎসার পরেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি সে। পা দুটোতেও শক্তি কম। যদিও আস্তে আস্তে হাঁটতে পারে। মুখ দিয়ে লিখে পিইসি ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ঈশ্বর। এতো প্রতিবন্ধকতার পরেও এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে এই প্রতিবন্ধী শিক্ষার্থী।

গত-পরশু রোববার উল্লাপাড়ার এইচ টি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, বিকল্প ব্যবস্থায় পরীক্ষা নেয়া হচ্ছে ঈশ্বর কুমারের। আলাদা একটি টেবিল সামনে দিয়ে তাকে পরীক্ষার সুযোগ করে দেয়া হয়েছে। মুখ দিয়ে কলমের পেছনের অংশ কামড়ে দ্রুত লিখছে সে। আই সেই পরীক্ষা দেবার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.