Header Ads

বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে,স্বামী নিখিলের সাথে ফোটোশ্যুটে মাতলেন নুসরাত

নজরবন্দি ব্যুরো: আজ ভালোবাসার দিবস ,ভ্যালেন্টাইন্স ডে। আর এই স্পেশাল দিনটি চুটিয়ে উদযাপন টলিপাড়ার সেলেবরা। আজ এই স্পেশাল দিনে টলি অভিনেত্রী নুসরাত জাহান বেশ কিছু ছবি আপলোড করেন স্যোশাল মিডিয়ায়।

এই ছবি গুলোতে অভিনেত্রীর পরণে রয়েছে বেগুনি রঙের শাড়ি ,সঙ্গে রয়েছে ম্যাচিং জুয়েলারি এর সাথে হাতে একটি ভারী আংটি।

 নুসরাতের সাথে ছিলেন তাঁর স্বামী নিখিল স্বামীর সাথেই ভ্যালেন্টাইন্স ডে ফোটোশ্যুটে করেন অভিনেত্রী। কিছুদিন আগেই অভিনেত্রী নিজের একটি ব্র্যান্ড ইউভ কালেকশন ওপেন করেন। আর সেই ক্যালেকশানেরই শাড়ি পড়েন এই ফোটোশ্যুটে তিনি।

 ছবি গুলো নুসরাতই তাঁর নিজের ইনস্ট্রাগ্রামে শেয়ার করে লেখেন ,'মুঝে তুমসে মহাব্বত হো গ্যয়ি হ্যায়'। বিয়ের পর এটি প্রথম ভ্যালেন্টাইন্স ডে নুসরতের। বিয়ে হয়েছে সবে ৯ মাস তাই এই ভ্যালেন্টাইন্স ডে খুবই স্পেশাল নুসরাত ও তাঁর স্বামী নিখিলের জন্য। সাধারণ প্রেমিক প্রেমিকার মত নুসরাত ও তাঁর স্বামী নিখিলের উদ্দেশ্যে বেশ কিছু ছবি কলাজ পোস্ট করে স্বামী কে শুভেচ্ছা দেন নুসরাত।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.