Header Ads

ডিএ মামলা, চাপের কারণে অনুপস্থিত অ্যাডভোকেট জেনারেল, বিতর্ক

নজরবন্দি ব্যুরো: গতকাল ছিল ডিএ মামলার শুনানি। দীর্ঘক্ষণ শুনানি হয়। যদিও কোনও রায় দেয় নি আদালত। এর ফলে ফের পিছিয়ে গেল এই মামলার শুনানি। ফলে, আরও কিছুদিন অপেক্ষা করতে হবে কয়েক হাজার কর্মচারীর।


দীর্ঘক্ষণ ধরে শুনানি চলে আদালতে। তবে মাননীয় এজি আদালতে অনুপস্থিত ছিলেন। গত ০৫-০২-২০ তারিখের শুনানিতে মহামান্য আদালত মাননীয় আমজাদ আলির রিভিউ পিটিশন বক্তব্যের পরিশেষে এজিকে তাঁর পাল্টা বলতে বলেছিলেন।
এজি তাঁর উত্তরে, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলার পর উত্তর দেবে বলেছিলেন। শুনানিতে অনুপস্থিত থাকায় সেই সুযোগ হয়নি। এর ফলে আদালত অবমাননার মামলাটি আদালতের আমজাদ আলী তুলতে পারেন নি। মহামান্য আদালত চলতি মাসের ২৭ তারিখে এজি কে বক্তব্য পরিবেশন করার শেষ সুযোগ দেন, এর পাশাপাশি আমজাদ আলিকে আগামী ১৮-০৩-২০ তে আদালত অবমাননার বিষয়টি বলার দিন নির্ধারণ করেন।

এই প্রসঙ্গে বলে রাখা ভাল, ডিএ দেওয়ার নিরিখে কেন্দ্রের থেকে বেশকিছুটা পিছিয়ে রাজ্য সরকার। গত ২৬ জুলাই স্যাট রাজ্যকে নির্দেশ দেয়, কেন্দ্রীয় সরকারের হারে রাজ্য কর্মীদের ডিএ দিতে। তারপরেও রাজ্য কোনও উদ্যোগ নেয় নি বলে অভিযোগ।  
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.