নজরবন্দি ব্যুরো: সামনেই পুরসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে প্রাথমিক প্রস্তুতিতে কোনও ফাঁকফোকর রাখতে চাইছে না তৃণমূল নেতৃত্ব। এবার মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য অভিযান শুরু করে দিল কলকাতা পুরসভা।
আজ থেকেই এই অভিযান শুরু হল এই কর্মসূচী, চলবে গোটা বছর পর্যন্ত। এই তৎপরতার ফলে শহরে ডেঙ্গু, ম্যালেরিয়ার প্রভাব খুব একটা পড়বে না বলে মনে করছে পুরসভার স্বাস্থ্য দফতর। জানা যাচ্ছে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শহরের ১৪৪ টি ওয়ার্ডের প্রতিনিধি ও সাধারণ মানুষদের নিয়ে শুরু হবে সচেতনতামূলক কর্মসূচি।
এদিন ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধ কর্মসূচির শুভ সূচনা হল ৮২ নম্বর ওয়ার্ড অর্থাৎ মেয়র ফিরহাদ হাকিমের এলাকা এবং পুরসভার চেয়ার পার্সন মালা রায়ের ৮৮ নম্বর ওয়ার্ড। তবে ১৫ তারিখ থেকে কলকাতা পুরসভার সবকটি ওয়ার্ড ভিত্তিক চলবে এই কর্মসূচি। শনিবারের এই কর্মসূচিতে প্রতিটি ওয়ার্ডের জনপ্রতিনিধিরা যেমন অংশ নিয়েছেন তেমনি এলাকার সাধারণ মানুষ থেকে স্কুলের পড়ুয়ারা হেঁটেছেন এই মিছিলে।
No comments