Header Ads

রাজনৈতিক স্বার্থে মমতা ব্যবহার করেছেন ছত্রধর কে! মুখ্যমন্ত্রীকে তুলোধোনা মুকুলের।

নজরবন্দি ব্যুরোঃ আজও জঙ্গল মহলে তাঁর জনপ্রিয়তা রয়েছে ঠিক আগের মতই যেমনটি ছিল ১১ বছর আগেও। মুক্তির পর অনুভব করলেন ছত্রধর। প্রায় এক দশক পরে আবার লালগড়ে ফিরলেন তিনি। আর বুঝলেন জঙ্গলমহল আজও তাকে কতটা ভালবাসে। এদিন লোধাশুলি, ঝাড়গ্রাম, বেতকুন্দ্রী, দহিজুড়ি সহ একাধিক যায়গায় ছত্রধরের গাড়িকে দাঁড় করায় উৎসুক আবাল বৃদ্ধ বনিতা।
অনেকে সেলফি তলেন ছত্রধরের সাথে, গলায় পরিয়ে দেন ফুলের মালা। চারশো বাইকের মিছিল হয় ছত্রধর কে মধ্যমণি করে। তৃনমূলের স্থানীয় ব্লক সভাপতি সারাক্ষন ছিলেন ছত্রধরের সাথে। অন্যদিকে, ১১ বছর পর জেল থেকে বেড়িয়ে মুখ্যমন্ত্রী কে সন্মান জানিয়ে ছত্রধর মাহাত বলেন, জঙ্গলমহল নিয়ে আমি যা স্বপ্ন দেখেছি দিদিও তাই চান তাই দিদির আর আমার পথ এক। বাম জামানা আর নেই। এখন রাজ্যে দিদির সরকার। জঙ্গলমহলে অনেক কাজ দিদি করেছেন, আরও কাজ বাকি আছে। সেই সমস্ত কাজ করতে হবে জঙ্গলমহলের মানুষদের সাথে নিয়েই। তাঁর সাথে দিদিরকেও তিনি পাশে চান।
তাঁর কথার মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই আছেন।
অন্যদিকে তৃনমূলের প্রাক্তন কাণ্ডারি তথা বর্তমান বিজেপি হেভিওয়েট নেতা মুকুল রায় ছত্রধর মাহাতো কে নিয়ে মমতা রাজনীতি করেছেন বলে অভিযোগ করলেন। এদিন মুকুল রায় সাংবাদিকদের বলেন,
রাজনৈতিক স্বার্থে মমতা দি ব্যাবহার করেছেন ছত্রধর মাহাত কে, জঙ্গল মহলে ছত্রধর কে সামনে রেখে প্রবেশ করেছিলেন মমতা। কিন্তু পরে মুখ্যমন্ত্রী হয়ে ছত্রধরের প্রতি অবিচার করেছেন তিনি। মুকুল রায় প্রশ্ন তোলেন এতদিন জেলে কেন ছিল ছত্রধর তাঁর জবাব মমতা ব্যানার্জীকে দিতে হবে।
এদিন ছত্রধরের মুক্তিতে তিনি খুশি বলেও জানান বিজেপি নেতা মুকুল রায়। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.