স্ত্রী কে খুন করে কাটা মুণ্ডু নিয়ে রওনা দিলেন স্বামী
নজরবন্দি ব্যুরো : স্ত্রী কে খুন করলেন স্বামী। স্ত্রীর কাটা মণ্ডু চাদরে জড়িয়ে স্বামী রওনা দিলেন থানায়। এই ঘটনা ঘটে শনিবার উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার জাহাঙ্গিরাবাদে। হত্যাকারী যুবকের নাম অখিলেশ রাওয়াত। বয়স ২৮ এর অখিলেশ তাঁর স্ত্রী কে কাস্তে দিয়ে হত্যা করে।
ঘটনার দিন অখিলেশ তাঁর স্ত্রীর কাটা মুণ্ডু চাদরে মুড়ে রাস্তা দিয়ে হাটছিল। চাদর দিয়ে টপ টপ করে রক্ত পড়ছিল রাস্তায়। পথ চলতি মানুষরা দেখে অবাক। তারাই পুলিশ কে খবর দেয়।পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে যুবকটি কে গ্রেফতার করে। এরপর সামনে আসে পুরো ঘটনা ,অভিযুক্তের স্ত্রী রঞ্জনারও বারাবাঁকিরই বাসিন্দা। গত আড়াই মাসের আগেই তাদের দুজনের সদ্যজাত কন্যা সন্তানের মৃত্যু হয়। তারপর থেকে বাপের বাড়িতেই ছিলেন রঞ্জনা।
স্বামী স্ত্রীর ঝামেলার কারণেই এই হত্যা বলে মনে করছেন পুলিশ। এছাড়া হতাশা ও একটি বড়ো কারণ। মেয়ের হত্যার কারনে জামাই অখিলেশ রাওয়াতের বিরুদ্ধে মামলা দায়ের করে মৃতার পরিবার। এছাড়া এই খুনের জন্য পণ সংক্রান্ত বিষয়ও জড়িয়ে আছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার দিন অখিলেশ তাঁর স্ত্রীর কাটা মুণ্ডু চাদরে মুড়ে রাস্তা দিয়ে হাটছিল। চাদর দিয়ে টপ টপ করে রক্ত পড়ছিল রাস্তায়। পথ চলতি মানুষরা দেখে অবাক। তারাই পুলিশ কে খবর দেয়।পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে যুবকটি কে গ্রেফতার করে। এরপর সামনে আসে পুরো ঘটনা ,অভিযুক্তের স্ত্রী রঞ্জনারও বারাবাঁকিরই বাসিন্দা। গত আড়াই মাসের আগেই তাদের দুজনের সদ্যজাত কন্যা সন্তানের মৃত্যু হয়। তারপর থেকে বাপের বাড়িতেই ছিলেন রঞ্জনা।

No comments