Header Ads

দিল্লির ঘটনা জাতীয় লজ্জা ও উদ্বেগের বিষয়ঃ মনমোহন সিং

নজরবন্দি ব্যুরো: বেশ কয়েক দিন ধরে দিল্লিতে সিএএ সমর্থক ও বিরোধী পক্ষের সংঘর্ষ চলছে। আর এই নিয়ে বিতর্ক গোটা দেশ জুড়ে।
এরপর বুধবার পরিস্থিতির এতটা অবনতি হয় যে রাজধানীতে সেনা নামানোর পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জাতীয় রাজধানীতে এহেন পরিস্থিতিকে জাতীয় লজ্জা বলে আখ্যা দিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিং। এদিন দিল্লি হিংসা নিয়ে কংগ্রেসের এক প্রতিনিধি দল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন। সেই দলে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
সেখানেই এই মন্তব্য করেন প্রাক্তন এই প্রধানমন্ত্রী।
রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনমোহন সিং বলেন, 'আমরা রাষ্ট্রপতির কাছে গিয়ে তাঁকে বলি যে তিনি যাতে এই বিষয়ে কেন্দ্রকে পরামর্শ দেন। দিল্লিতে গত চার দিনে যা ঘটেছে তা খুবি উদ্বেগের বিষয় এবং জাতীয় লজ্জার বিষয়। এতে এখনও পর্যন্ত ৩৪ জন মারা গিয়েছে, ২০০ জন জখম হয়েছে। এটি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার প্রতিচ্ছবি।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.