দিল্লিতে আঁটকে পড়া ১১ বাঙালি শ্রমিককে ঘরে ফেরালেন অধীর চৌধুরী
নজরবন্দি ব্যুরোঃ দিল্লিতে উত্তাল পরিস্থিতিতে আঁটকে থাকা ১১ জন বাঙালি শ্রমিককে উদ্ধার করে ঘরে ফেরালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। দিল্লির কর্দমপুরীতে বাংলার বহুশ্রমিক থাকেন। এই ১১ জন বাঙালিও কর্দমপুরীতে আঁটকে ছিলেন। সংঘর্ষ ও লাগাতার হিংসার জেরে কার্যত এলাকার বাইরে যেতে পারেন নি তাঁরা। এমনকি ৩ দিন ধরে কোন খাবারই পান নি তাঁরা।
সেই খবর গিয়ে পৌঁছয় অধীর চৌধুরীর কাছে। এরপরই তিনি ওই ১১ জনকে বাড়ি ফেরাতে তৎপর হয়ে ওঠেন। সেইমত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে ১১ জনকে দ্রুত উদ্ধার করে বাড়ি ফেরাতে বিমানে তুলে দেওার ব্যবস্থা করেন। এই ১১ জনই মুর্শিদাবাদের নওদার বাসিন্দা।
১১ জন শ্রমিককে বাড়ি পাঠানোর পর মুর্শিদাবাদের সাংসদ অধীর চৌধুরী টুইট করে বলেন “দিল্লী দাঙ্গায় আটকে পড়া 11 জন নওদার মানুষকে উদ্ধার করে গত রাতে দিল্লী-কলকাতা ট্রেনে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি, আতঙ্কিত পরিবারের সকলকে বলবো আপনাদের লোকেরা বাড়ি ফিরছে, চিন্তা নেই।” রণক্ষেত্র দিল্লিতে আঁটকে পড়ায় আতঙ্কে ছিলেন শ্রমিকদের পরিবারের লোকজন। উৎকণ্ঠায় প্রহর গুনছিলেন তাঁরা। কিন্ত শ্রমিকরা বাড়ি ফেরায় সস্তিতে শ্রমিকদের পরিবারের লোকজন। অধীর চৌধুরীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা।
সেই খবর গিয়ে পৌঁছয় অধীর চৌধুরীর কাছে। এরপরই তিনি ওই ১১ জনকে বাড়ি ফেরাতে তৎপর হয়ে ওঠেন। সেইমত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে ১১ জনকে দ্রুত উদ্ধার করে বাড়ি ফেরাতে বিমানে তুলে দেওার ব্যবস্থা করেন। এই ১১ জনই মুর্শিদাবাদের নওদার বাসিন্দা।

No comments