Header Ads

বাঁকুড়ার ভেঙে পড়া সেই ট্যাঙ্ক নতুন করে তৈরি করে দিতে হবে সেই ঠিকাদারকে, বললেন মুখ্যমন্ত্রী

নজরবন্দি ব্যুরোঃ কিছু দিন আগে সোশ্যাল মিডিয়াতে ট্যাঙ্ক ভেঙে পড়ার ভিডিও ভাইরাল হয়েছিল সেতা আপনাদের নিশ্চয়ই মনে আছে। ওই ঘটনার স্থান হল বাঁকুড়ার সারেঙ্গার ফতেডাঙা গ্রামের। আর এবার বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে সেই প্রসঙ্গ তুলে ব্যবস্থা নিতে বললেন মুখ্যমন্ত্রী। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন কাজে গাফিলতি হলে ঠিকাদারদের বিরুদ্ধে প্রশাসনকে কড়া ব্যবস্থা।
তিনি আরও বলেন “২ হাজার কোটি টাকার প্রকল্প দেওয়া হয়েছে এখানে। একটা প্রজেক্ট দেওয়া হল, ৩ বছরে ভেঙে পড়ে গেল। কোন ঠিকাদার কাজ করছে শুনি? ওই ঠিকাদারকে কাজ করতে হবে। এফআইআর করো। তা না হলে আইন এনে সম্পত্তি বাজেয়াপ্ত করব”।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.